রূপগঞ্জে বিএনপির কর্মিসভা পণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২১ মে ২০২২
বিএনপি নেতার বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন বিএনপির কর্মিসভায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২১ মে) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ন অভিযোগ করে বলেন, শনিবার বিকেল ৪ টার দিকে ভুলতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায় বিএনপির কর্মিসভার আয়োজন করা হয়। এর জন্য স্টেজ, প্যান্ডল ও চেয়ার টেবিল এনে সাজানো হয়। শনিবার দুপুরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্যান্ডেল ও চেয়ার টেবিল ভাঙচুর করে বিএনপির কর্মী সভা পণ্ড করে।

ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমার বাড়িঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর চালায়। এ সময় তারা আব্বাস উদ্দিন ভূঁইয়া, কাউসার, ফয়সাল, লিপি, জুয়েল, আওলাদ হোসেন ভুট্টু, বাদলসহ ২৫ জনকে পিটিয়ে আহত করে।’

রূপগঞ্জে বিএনপির কর্মিসভা পণ্ড

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন জাগো নিউজকে বলেন, ‘এখানে বিএনপি দুইভাগে বিভক্ত। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি, মারপিট ও তর্কবিতর্ক হয়েছে বলে শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতা নেই।’

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জাগো নিউজকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নাই।’

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।