ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের কাঁচপুর মহাসড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করে সওজ।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাড়ির, বিসিক শিল্পনগরীর ১ ও ২নং ফটকের উভয় পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে সওজ ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান মিয়ার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেনসহ সোনারগাঁ থানা ও কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্য।
সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান মিয়া জানান, কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে বিসিক পর্যন্ত সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া প্রায় ১০-১২টি বাস কাউন্টার ভেঙে দেওয়া হয়। এতে সড়কের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার স জমি উদ্ধার হয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/এএইচ/এএসএম