নারায়ণগঞ্জে বাসর রাতে নিখোঁজ নববধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২১ জুন ২০২২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে বাসর রাতে জুলেখা বেগম (২২) নামের এক নববধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২১ জুন) বিকেলে নববধূর স্বামী বন্দরের একরামপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুন) বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকার মোকসেদ আলী মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে জুলেখা বেগমের শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের প্রথম দিন বাসর রাতে স্বামী ইব্রাহিমকে টয়লেটে যাওয়ার কথা বলে নববধূ ঘর থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

কোথাও সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় জিডি করেন স্বামী ইব্রাহিম মিয়া।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দা সাহা জাগো নিউজকে বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা ওই নববধূকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।