আড়াইহাজারে শিশু ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৩ জুন ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু ধর্ষণের অভিযোগে বাচ্চু মিয়া (৪৬) নামের এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে পৌরসভার কৃষ্ণপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাচ্চু মিয়া নরসিংদীর মাধবদী কাঁঠালিয়া ইউনিয়নের শিবারকান্দী এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে। এর আগে গত ২২ জুন রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিশুর মা একজন পরিচ্ছন্নতাকর্মী। রিকশাচালক বাচ্চু মিয়া র্দীঘদিন ধরে ওই শিশুকে চকলেট-বিস্কিটসহ বিভিন্ন ধরনের খাবার কিনে দিতেন। এনিয়ে শিশুটির মায়ের সঙ্গে বেশ কয়েকবার বাগবিতণ্ড হয়। সুযোগ পেলেই শিশুটিকে ডেকে মজা কিনে দেওয়ার কথা বলে বিভিন্ন স্থানে রিকশা দিয়ে ঘুরে বেড়াতেন।

গত ২২ জুন গভীর রাতে শিশুর মা পৌরসভা বাজারে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন। এ সময়ে সুযোগ বুঝে মজা খাওয়ানোর কথা বলে শিশুকে নিয়ে রিকশাচালক বাচ্চু মিয়া ঘুরতে যান। একপর্যায়ে পৌরসভা বাজারের বাঁশপট্টি এলাকায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে থানার সামনে রেখে পালিয়ে যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।