ন্যায় বিচার পাওয়া অধিকার প্রতিটি নাগরিকের
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হক বলেছেন, বিচারক এবং আনজীবীগণ আন্তরিক হলে মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। বুধবার দুপুর ২টায় বরিশাল জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা দেশের প্রতিটি নাগরিকের রয়েছে। এজন্য গতানুগতিক ধারার মামলা মূলতবি থেকে বেরিয়ে আসতে হবে। আর মামলার সাক্ষী হাজির করা যাবেনা এ কথা তিনি মানতে নারাজ।
তিনি বলেন, মামলার সংখ্যা স্পেশাল কোর্টগুলোতে কম থাকে বলে সেখানে মামলা স্থানান্তর করে দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলার বিচার কাজ বিলম্ব করা যাবে না।
এর আগে সকাল দশটা থেকে বরিশালের বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা ও দায়েরা জজ মো. আনোয়ারুল হক, বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম।
এ সময় আইনজীবী সমিতির সদস্যদের বসার জন্য নতুন ভবন, আদালত ভবনের সম্প্রসারণ এবং বিচারকদের শূণ্য স্থান পূরণের দাবি করেন আইনজীবীরা।