কর্মস্থলে ফিরছে মানুষ, যাত্রীর চাপ নেই দৌলতদিয়ায়
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে পদ্মা নদী পাড়ি দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তবে যানবাহন ও যাত্রীদের চাপ নাই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা যায়। ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরি ও লঞ্চে উঠতে পারছেন যাত্রীরা। ফেরির অপেক্ষায় থাকতে হচ্ছে কোনো যানবাহনকেও। চাপ না থাকায় আটটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে চাপ বাড়বে বলে ধারণা করছেন ঘাট সংশ্লিষ্টরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জাগো নিউজকে বলেন, চাপ না থাকায় কম সংখ্যক ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। দুর্ভোগ ছাড়াই পদ্মা পার হচ্ছে যাত্রী ও যানবাহনগুলো।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া থেকে নদী পার হয়েছে ১ হাজার ৭১৮টি যানবাহন এবং পাটুরিয়া থেকে পার হয়েছে ২ হাজার ৬৮টি যানবাহন।
রুবেলুর রহমান/এসজে/জেআইএম