ডক ইয়ার্ডের পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:০৪ পিএম, ২০ জুলাই ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি ডক ইয়ার্ডের পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলার মুড়াপাড়া নামা বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, ৩-৪ দিন আগে ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলামত দেখে এমনটাই সন্দেহ করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, মুড়াপাড়া নামাবাজার সংলগ্ন মঙ্গলখালী এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মঙ্গলবার (১৯ জুলাই) দুর্গন্ধ বের হচ্ছিল। বুধবার সকালে সেই দুর্গন্ধ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী মিলে ঘরের দরজা খুললে ভেতরে অজ্ঞাতপরিচয় তরুণীর বিকৃত মরদেহ পরে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডির ইন্সপেক্টর জাহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি ৪-৫ দিন আগের। ইট দিয়ে তার মুখ থেঁতলে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।