দুই বোনকে অপহরণ, কারাগারে কিশোরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২২ জুলাই ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আশা মনি (১৩) ও মিম (১১) নামের দুই বোনকে অপহরণের অভিযোগে এক কিশোরীকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ফতুল্লার দেলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২২ জুলাই) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অপহৃত দুই বোনের ফুপু আল্পনা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, নিখোঁজ দুই বোন ও অভিযুক্ত কিশোরী একই বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থাকে। অপহৃত দুই বোন দেলপারা পেয়ারাবাগান এলাকার তুলার মিলে কাজ করে। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে তারা কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। তারা দেলপাড়া ময়না বেগমের বাড়ির সামনে যাওয়া মাত্র ওই কিশোরী তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে বাসায় ফিরে এলে তাকে দুই বোন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে অসংলগ্ন কথাবার্তা বলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মোল্লা বলেন, অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের শিকার দুই বোনকে উদ্ধারের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।