বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণের অভিযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৪ জুলাই ২০২২
অভিযুক্ত ফাহিম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে ফাহিম (২২) নামের এক তরুণের বিরুদ্ধে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর বাজার এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়।

এ ঘটনায় অপহরণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে রোববার (২৪ জুলাই) বিকেলে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।

অভিযুক্ত অন্যরা হলেন মোছা. পারুল বেগম (৩৮) এবং সাঈদ (৪০)।

অভিযোগসূত্রে জানা যায়, ওই কিশোরী হোসেনপুর বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। কয়েকদিন ধরে বাসা থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় তাকে বিয়েসহ নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ফাহিম। এতে রাজি না হওয়ায় তাকে উত্ত্যক্ত করাসহ নানা ধরনের ভয়ভীতি দেখাতেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে অপহরণ করেন তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। অপহরণের শিকার কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।