চার্জার ফ্যানের দাম বেশি রাখায় দোকানিকে জরিমানা
নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিক্রিতে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে একটি ইলেক্ট্রনিক্স দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৪ জুলাই) দুপুরে ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে শহরের ডিআইটি এলাকায় এই অভিযান চালানো হয়।
এসময় মার্কেটের ভুঁইয়া ইলেক্ট্রনিক্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে অন্য দোকানিদের সতর্ক করে দেওয়া হয়।
এ বিষয়ে সেলিমুজ্জামান জাগো নিউজকে বলেন, আমরা জানতে পেরেছি, গরম ও লোডশেডিংয়ের কারণে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা বেড়ে গেছে। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল। আমরা সেটা সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসে অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রির প্রমাণ পেয়ে জরিমানা করেছি। যারাই এই কারসাজির সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সোহেল আক্তার ও ক্যাবের প্রতিনিধি আবু সাইদ পাটোয়ারী রাসেলসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জিকেএস