রাউজানে প্রবাসী খুন: চার বছর পালিয়ে থেকে ধরা কালন মেম্বার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৬ জুলাই ২০২২

চট্টগ্রামের রাউজানে ওমানপ্রবাসী ফখরুল ইসলাম হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. নজরুল ইসলাম ওরফে কালন (সাবেক মেম্বার) চার বছর পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন।

সোমবার (২৫ জুলাই) বিকেলে রাউজানের দক্ষিণ সর্ত্তা চিকদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। গ্রেফতার কালন ওই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

জানা গেছে, ২০১৮ সালের ১৮ অক্টোবর দুষ্কৃতকারীরা কুপিয়ে জখম করে ওমানপ্রবাসী ফখরুল ইসলামকে। পরে ২০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ফখরুলের বড় ভাই বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ কালন মেম্বারকেও আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাউজানের দক্ষিণ সর্ত্তা চিকদাইর গ্রাম থেকে সাবেক মেম্বার মো. নজরুল ইসলাম ওরফে কালনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়।

ইকবাল হোসেন/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।