রূপগঞ্জে রেস্তোরাঁ কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৭ জুলাই ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল (২৮) নামের এক রেস্তোরাঁ কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সিটি মার্কেটের সামনে জেএফসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল নরসিংদীর মনোহরদী উপজেলার চনমাদালিয়া এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।

হোটেল কর্মচারী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোলাকান্দাইল সিটি মার্কেট এলাকায় জেএফসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করতেন সোহেল। মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অন্যান্য দিনের মতো রেস্তোরাঁটির রান্নাঘরের পাশে থাকা শয়নকক্ষে তিনি ঘুমাতে যান। বুধবার ভোর ৬টার দিকে সহকর্মীরা তার রুমে এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ফেলেন। এ সময় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো সোহেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অলিউল্লাহ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।