ঘুম থেকে জেগে দেখেন গোপনাঙ্গ বিচ্ছিন্ন, স্ত্রী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৯ জুলাই ২০২২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তন করার অভিযোগে নাদিয়া ইশরাত শিলা (২৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে অভিযুক্ত নারীকে গ্রেফতার করে পুলিশ।

এরআগে ভুক্তভোগীর মা মমতাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলা শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে। তিনি তার স্বামী মো. রিপনের (৩০) সঙ্গে সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকার বাদশার বাড়িতে ভাড়া থাকেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিপন হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন তার পরনের লুঙ্গি ভেজা এবং তার গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। তার স্ত্রীও কক্ষে নেই। তখন তিনি কক্ষের লাইট জ্বালিয়ে দেখেন তার গোপনাঙ্গ কাটা এবং বিচ্ছিন্ন। পরে তিনি চিৎকার করলে পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়া এসে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যান। এরআগে আশপাশের লোকজন তার স্ত্রী শিলাকে আটক করে পুলিশে দেয়।

আসামির বরাত দিয়ে পুলিশ জানায়, আগের ক্ষোভ থেকে ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন নাদিয়া।

সিদ্ধিরগজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।