চাকরির সন্ধানে এসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:০৮ এএম, ১৪ আগস্ট ২০২২
হাসপাতাল মর্গে নিহতের মরদেহ

চাকরির সন্ধানে শেরপুর থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবক খুন হয়েছে।

রোববার (১৪ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল শেরপুরের সদর থানাধীন গাজী থামরে এলাকার মোতাশের হুসাইনের ছেলে।

সাইফুলের ভগ্নিপতি সফিকুল বলেন, ‘সাইফুল বেকার ছিল। আমরা তাকে চাকরির সন্ধানে মুন্সিগঞ্জে আসার জন্য বলি। এখানে এলে তাকে একটি চাকরি সংগ্রহ করে দিব বলেছিলাম। এজন্য শনিবার রাতে শেরপুর থেকে বাসে উঠলে রোববার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি এসে নামে। সেখান থেকে মুন্সিগঞ্জে আসার জন্য আমাকে ফোন করে। তখন আমি তাকে বলি মোক্তারপুরের অটোরিকশায় উঠতে। তার কিছু সময় পর পুলিশ সংবাদ দেয় সাইফুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু জাগো নিউজকে বলেন, ‘সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।’

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।