মেঘনায় নিখোঁজের দু’দিন পর তরুণের মরদেহ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৬ আগস্ট ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজের দুইদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে নদীতে মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। এর আগে রোববার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে জাহিদুল আলম মেহেদী (১৮) নামের ওই তরুণ নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসসহ এলাকাবাসী উদ্ধার অভিযান পরিচালনা করেও তার খোঁজ পায়নি।

নিহত জাহিদুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সদর থানার কুনারপাড়া গ্রামে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিখোঁজের দু’দিন পর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।