২৮১ কিলোমিটার সাঁতরে বিশ্ব রেকর্ড করতে চান বীর মুক্তিযোদ্ধা
সিলেট থেকে সাঁতার শুরু করেছেন বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (৭০)। সুরমা, ধনুট, ভদ্র ও মেঘনা নদীর ২৮১ কিলোমিটার নদীপথ অতিক্রম করে ভৈরব ফেরিঘাটে পৌঁছাবেন তিনি।
একুশে পদকপ্রাপ্ত এ সাঁতারুকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ড, নৌ-পুলিশ, প্রশাসন ও সিভিল সার্জন অফিস সিলেট সহযোগিতা করছে। সফলভাবে সাঁতার শেষ করতে পারলে এটি হবে দীর্ঘতম ও বয়োবৃদ্ধ সাঁতারুর বিশ্বরেকর্ড।
সোমবার (২৯ আগস্ট) সকালে সিলেটের সুরমা নদীর তীরে কিনব্রিজ সংলগ্ন চাঁদনিঘাট থেকে সাঁতার শুরু করেন এ মুক্তিযোদ্ধা। এসময় মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চৌধুরী জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য জানান, ২৮১ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাটে পৌঁছাবো। এতে ৬৫-৭০ ঘণ্টা সময় লাগতে পারে।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চৌধুরী জুয়েল জাগো নিউজকে জানান, সফলভাবে সাঁতার শেষ করতে মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে তিনটি নৌকা দেওয়া হয়েছে। এগুলোতে সিভিল সার্জন অফিসের মেডিকেল দল, আমাদের মুক্তিযোদ্ধাবৃন্দ থাকবেন। প্রতি একঘণ্টা পরপর তার শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সিলেট জেলা নৌ-পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির আহমদ জানান, পানিতে অবস্থানকালীন সময়ে যাতে তার শারীরিক কোনো সমস্যা না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করা হবে।
ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম