সুন্দরবনে এবারও বন্ধ রাসমেলা, শুধু পুণ্যস্নান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২১ অক্টোবর ২০২২

মেলা নয়, রাস পূর্ণিমা উপলক্ষে শুধু সনাতন ধর্মাবলম্বীরা পূজা ও পুণ্যস্নান করতে পারবেন সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২১ সালের সিদ্ধান্ত এবারও বহাল রাখায় মেলা বন্ধ করেছে সুন্দরবন বিভাগ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৬, ৭ ও ৮ নভেম্বর সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমা। আগে রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের আলোর কোলে মেলা হয়েছে। সেখানে সব ধর্মের লোকদের অবাধ যাতায়াত ছিল। মেলার কারণে সুন্দরবনের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে সে সময়। এ কারণে রাস মেলা বন্ধ করে দেয় মন্ত্রণালয়।

বন কর্মকর্তা আরও বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে আলোর কোলে সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও পুণ্যস্নানে কোনো নিষেধাজ্ঞা নেই। অন্য ধর্মের লোক ওই তিন দিন দুবলার চরে যেতে পারবে না।

আলমগীর হান্নান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।