২০৪০ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে


প্রকাশিত: ১১:১০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এবং ২০৪০ সালে বিশ্বের উন্নত দেশে পরিণত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেন, খুনি মোস্তাক, রশিদ ও জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের স্বাধীনতাকে হত্যা করেছিল। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে হত্যার বিচার হয় না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করে।

শনিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে আবদুল আউয়াল সরকারকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম সরকাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

শেখ সেলিম বলেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে এ দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। তারা ২০০৪ সালে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।  

শেখ সেলিম আরো বলেন, বাংলাদেশ অর্থনীতিতে অনেক এগিয়ে গেছে, বিশ্ব ব্যাংকের সহায়তা ছাড়াই নিজেদের অর্থে পদ্মা সেতুর কাজ শুরু করতে পেরেছে। শেখ হাসিনার আমলে এখন দেশে খাদ্য ঘাটতি নেই, নেই বিদ্যুৎ সংকট।  

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।