বরিশালে গণসমাবেশ

গান-বাজনা করে রাত কাটালেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৫ নভেম্বর ২০২২
গান-বাজনার তালে মেতে ওঠেন নেতাকর্মীরা

বরিশালে শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকেই লঞ্চ, স্পিডবোট, বাস, মাইক্রোবাস, থ্রি হুইলার যান চলাচল বন্ধ আছে। নৌ ও সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কার্যত সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল। তবে পথের নানা বাধা পেরিয়ে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের (বেলস পার্ক) সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী এরই মধ্যে জড়ো হয়েছেন।

নেতাকর্মীদের পথের ক্লান্তি দূর করতে শুক্রবার সন্ধ্যার পর সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা বিভিন্ন গান পরিবেশনা করেন। গান-বাদ্যের তালে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। একে একে বিভিন্ন সব গান দিয়ে মাতিয়ে রাখেন শিল্পীরা। গানের তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ নেতাকর্মীরা। সব মিলিয়ে উৎসবমুখর সমাবেশস্থল।

বরিশালে গণসমাবেশ গান-বাজনা করে রাত কাটালেন বিএনপির নেতাকর্মীরা

সমাবেশে আসা নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি-বাধা, সড়কে অবস্থান ও যানবাহন বন্ধ এরপরও সমাবেশস্থলে জড়ো হয়েছেন তারা। তবে বিভাগজুড়ে চলতে থাকা দুদিনের পরিবহন ধর্মঘটের কারণে নেতাকর্মীদের বেশিরভাগ ট্রলারে এসেছেন, কেউবা হেঁটে এসেছেন। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা রান্নার সরঞ্জাম ও বাবুর্চি নিয়ে এসেছেন। মাঠের বিভিন্ন প্রান্তে রান্না করে সেখানে বসে খাওয়া-দাওয়া করেছেন। আবার কেউ খেয়েছেন হোটেল রেস্তোরাঁ থেকে। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনাকীর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। সন্ধ্যার পর থেকে গান-বাজনা হচ্ছে। সব মিলিয়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বরিশালে গণসমাবেশ গান-বাজনা করে রাত কাটালেন বিএনপির নেতাকর্মীরা

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ জাগো নিউজকে বলেন, গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে বরিশালে এসেছেন। শনিবারের সমাবেশে তারা বক্তব্য দেবেন। সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। মঞ্চ তৈরি হয়ে গেছে। সমাবেশস্থল আশেপাশে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে ১৩০টির মতো মাইক।

বরিশালে গণসমাবেশ গান-বাজনা করে রাত কাটালেন বিএনপির নেতাকর্মীরা

জাহিদ আরও বলেন, বাস-লঞ্চ ধর্মঘটের পরও কানায় কানায় ভরে গেছে বিশাল বঙ্গবন্ধু উদ্যান। আগত নেতাকর্মীদের মধ্যে নারীরাও আছেন। নেতাকর্মীরা পথে পথে বাধা ও হয়রানির অভিযোগ করছেন। বাধা দিয়েও কাজ হয়নি। আশা করছি বরিশালের গণসমাবেশে জনসমুদ্রের জোয়ার হবে। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে।

সাইফ আমীন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।