কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে জেলার বরুড়া উপজেলার চেঙাহাটা কেশনপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত আট যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় চাঁদপুরগামী তিশা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

পরে রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

রাত সাড়ে ১০টায় লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফুর রহমান জানান, তিশা পরিবহনের একটি বাস দু’টি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিহতের স্বজনরা লাশ নিয়ে যাওয়ার কারণে পুলিশ এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।