সিলেটে বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপচালক নিহত
দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়
সিলেটে বিআরটিসি বাসের সঙ্গে অক্সিজেন সিলিন্ডারবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মো. সাজন মিয়া (৩০) নামের পিকআপচালক নিহত হয়েছেন এবং এ বাসচালকের সহকারী নুরুল আমীন (২১) আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজন সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গোল্লা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জাগো নিউজকে বলেন, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির বাসের সঙ্গে অক্সিজেন সিলিন্ডারবাহী অনটেস্ট পিক-আপের সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
ছামির মাহমুদ/এসজে/এমএস