ক্যানসার-কিডনি-হৃদরোগ চিকিৎসায় ৮ হাসপাতাল হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ক্যানসার, কিডনি ও হৃদরোগের চিকিৎসায় আট বিভাগে আটটি হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ হচ্ছে। হাসপাতালগুলো নির্মাণ হলে আট বিভাগে প্রায় ৪ হাজার বেড বাড়বে। যার মাধ্যমে দেশের লোক উন্নত চিকিৎসা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আরও পড়ুন: চিকিৎসা খাতে কাজ করছি, তাই গড় আয়ু বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, তাতে চিত্রটা ভালো মনে হলো না। কারণ অনেক বেশি রোগী, ফলে ফ্লোরে পা ফেলার জায়গা নেই। নতুন ভবনে মেডিসিন ইউনিট নেওয়া হয়েছে। এরপরও সেখানে দেখলাম করিডোর-বারান্দায় অনেক রোগী। আর পুরোনো ভবনেও তো অনেক রোগী। যেখানে ফ্লোরেও রোগী রয়েছে। রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে সেটা আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা চাই দেশের প্রত্যেকটা রোগী বেডে থেকে স্ব-সম্মানে চিকিৎসা নেবে।

jagonews24

তিনি আরও বলেন, শের-ই-বাংলা হাসপাতালের পুরোনো ভবনের ফ্লোর ও দেওয়াল ঠিক নেই। ৫৫-৬০ বছর হয়ে গেছে ভবনের বয়স। ফলে এখানে অবকাঠামোর খুবই অবনতি হয়েছে। আমি মনে করি এখানে নতুন অবকাঠামো প্রয়োজন। এ মেডিকেলসহ দেশের আট বিভাগে পুরোনো হাসপাতালের প্রত্যেকটিতে ১ হাজার বেড বাড়ানোর পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।

আরও পড়ুন: ‘বিরোধী দলগুলোর চোখের ছানি দূর করতে পারলে উন্নয়ন দেখতে পাবে’ 

এর আগে নির্মাণাধীন শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল ও বিভাগীয় ক্যানসার হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।