রাজবাড়ীতে দখলদার উচ্ছেদের সময় রেলওয়ের ট্রলিম্যানকে ঘুষি

রাজবাড়ীর রেলওয়ে কলোনিতে অবৈধ দখলদারের ঘুষিতে নাক ফেটে হাসপাতালে ভর্তি হয়েছেন হানিফ নামে রেলওয়ের এক ট্রলিম্যান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার মো. জিহাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রেলওয়ে কলোনিতে অবৈধভাবে দখল করে ছিলেন শাহীন। তাকে দখলমুক্ত করতে কয়েক দফা নোটিশ দেওয়া হয়। তারপরও তিনি ছেড়ে না দেওয়ায় বুধবার মালামাল বুঝিয়ে দিয়ে ওই ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। রাতে তালা ভেঙে পুনরায় তিনি ঘরটি দখলে নেন।
আরও পড়ুন: রানা প্লাজায় স্মৃতিসৌধ ও শ্রমিক কলোনি নির্মাণের দাবি
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রেলওয়ের নিরাপত্তাকর্মীসহ লোকজন সেখানে গিয়ে শাহীনকে মালামাল নিয়ে চলে যাওয়ার অনুরোধ করেন। পরে ওই ঘরে নতুন করে তালা লাগিয়ে দেওয়া হয়। ফেরার সময় হঠাৎ ট্রলিম্যান হানিফের নাকে ঘুষি মেরে পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বলেন, থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস