সোনার বার ছিনতাই

বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদিদ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
তৌফিক খান সাদিদ

ফরিদপুরের মধুখালীতে সোনার বার ছিনতাইয়ের ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করে মধুখালী থানা পুলিশ।

সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, সোনা ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সোনা ব্যবসায়ী রাসেল মিয়া মামলা করেন। এরপর অভিযান চালিয়ে রাতেই মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রইচ মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও বলেন, তার জবানবন্দির সূত্র ধরে রোববার সন্ধ্যায় মো. তৌফিক খান সাদিদ নামে একজনকে বালিয়াকান্দি থেকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

এদিকে, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামও সাদিদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাসেল মিয়া নামে এক সোনা ব্যবসায়ী কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার সময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়।

 

রুবেলুর রহমান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।