কুশিয়ারায় ধরা পড়ল ১৬০ কেজির বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৪ মার্চ ২০২৩

সিলেটের কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় চার মন (১৬০ কেজি) ওজনের একটি বিশালাকৃতির বাঘাইড় (বাঘ মাছ) ধরা পড়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মাছটি বিক্রির জন্য নগরের লালবাজারে নিয়ে আসেন এক ব্যবসায়ী। বুধবার (১৫ মার্চ) মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।

লাল বাজারের মাছ ব্যবসায়ী বেলাল মিয়া জানান, আস্ত মাছ কেনার ক্রেতা না থাকায় মাছটি বুধবার কেটে কেজি দরে বিক্রি করা হবে। এভাবে বিক্রি করলে প্রতি কেজি দুই হাজার টাকায় বিক্রি করা হবে। এজন্য মঙ্গলবার দিনব্যাপী প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে, বাজারে বিশাল আকারের বাঘাইড়টি দেখতে উৎসুক মানুষ বাজারে ভিড় জমান। এসময় অনেককে মোবাইল দিয়ে ছবি তুলতে দেখা গেছে। আবার অনেকেই মাছটি ছুঁয়েও দেখছেন।

ছামির মাহমুদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।