সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২০ মার্চ ২০২৩
ফাইল ছবি

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল ৯টার দিকে নগরের সবুজবাগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ আহমদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের মো. সাদিক মিয়া (২৫)।

জানা গেছে, নগরের সবুজবাগ আবাসিক এলাকার ১ নম্বর রোডের ৭/বি নম্বর বাসায় ভবনের বেসমেন্টের ঢালাইয়ের জন্য খোঁড়া গর্তে বৃষ্টির পানি জমে যায়। সকালে ওই দুই শ্রমিক পানি নিষ্কাশন করতে পাম্প লাগিয়ে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাৎক্ষণিক অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, সবুজবাগ আবাসিক এলাকায় নির্মাণাধীন ওই ভবনে পানি নিষ্কাশনের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক থাকায় এ ঘটনা ঘটেছে।

ছামির মাহমুদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।