নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে: তথ্য কমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৩

প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেছেন, দেশের নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। যার মাধ্যমে সুশাসন নিশ্চিত হয়। আলো-আঁধারিতে থাকা যাবে না। আমরা অনেক সময় দেখেছি অনেকে তথ্য দিতে চান না। তারা ওয়েবসাইটে নিজ নামটাও দিতে চান না।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিভাগীয় ও জেলা তথ্য অধিকার বিষয়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তথ্য দিয়ে উপকার করলে সবচেয়ে বড় উপকার হয়। যারা অটিস্টিক বা বাকপ্রতিবন্ধী তারাও যাতে তথ্য সেবা নিতে পারে আমরা এ লক্ষে কাজ করছি। আমরা প্রতিটি বিভাগে অফিস নেওয়ার চিন্তা করছি। এরমধ্যে আমরা ৫৫ হাজার ডিজিটাল সেন্টারে যাতে ঠিক মতো তথ্য সেবা পেতে পারে সে বিষয়টি নিশ্চিত করছি। আমরা এক লাখ কর্মকর্তাকে প্রশিক্ষিত করেছি।

তথ্য সংরক্ষণ, তথ্য ভান্ডার ও স্বেচ্ছায় তথ্য দিতে সরকারি দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান প্রধান তথ্য কমিশনার। এ সময় বক্তারা সরকারি ওয়েবসাইটের তথ্য হাল নাগাদ না করাসহ অপূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার অভিযোগ করলে প্রধান তথ্য কমিশনার এ বিষয়টি সমাধানের জন্য নির্দেশনা দেন।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি শাহ সাজেদা, আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল ও সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. আল মামুন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।