১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:১৮ এএম, ৩০ এপ্রিল ২০২৩

বৈরী আবহাওয়ায় প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নূরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকাল সোয়া ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এর আগে শনিবার বিকেল ৪টা থেকে এ বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।