খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৯ মে ২০২৩
সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি

খুলনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিএনপির দাবি, সংঘর্ষের সময় পুলিশ গুলি ছুড়েছে। দিঘলিয়া সেনাটি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান, যুবদল নেতা জাহিদুর রহমানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ২০ নেতাকর্মী।

তবে ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিএনপির ইট পাটকেলের আঘাতে পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

আলমগীর হান্নান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।