খুলনা

দাম বেড়েছে পেঁয়াজের, কমেছে মাছের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২০ মে ২০২৩

খুলনার বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পেঁয়াজ। কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে ৬০-৮০ টাকা হওয়া ক্রেতাদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। আমদানি না থাকায় মোকামগুলোতে সংকট সৃষ্টি হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সপ্তাহ খানেক আগেও ৫৫-৬০ টাকায় বিক্রি হয়েছে এ পেঁয়াজ।

খুলনার সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কাঁচা বাজারের ব্যবসায়ী আব্দুল মালেক জানান, ফরিদপুর মোকামে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। সেখানকার ব্যবসায়ীরা কেজিতে এক টাকা বাড়ালে বাজারে এসে সেটি ৬-৭ টাকা বেশি দাঁড়ায়। মোকাম থেকে দুই হাজার ৭৫০ টাকায় এক মণ পেঁয়াজ কিনতে হয়েছে।

আরও পড়ুন: ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

এ বাজারের নুর ইসলাম জোয়ারদ্দার নামের আরেক জানান, বৃষ্টিতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। ফরিদপুর মোকামগুলোতে এ পণ্যটির সংকট দেখা দিয়েছে। ফলে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাজারের অপর ব্যবসায়ী বলেন, ঈদের আগ থেকে ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ। এরপর থেকে ধাপে ধাপে পণ্যটির দাম বাড়তে থাকে।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের ব্যবসায়ী রুবেল জানান, পাইকারী বাজার থেকে ৭০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। সেখানে কেজিতে দুই টাকা দেওয়া লাগে। এরপর বাজার থেকে বের হওয়ার জন্য রয়েছে অনুমতি খরচ। সবমিলিয়ে কেজিতে ৭৮ টাকা পড়ে। ৮০ টাকায় বিক্রি না করলে পেট বাঁচবে না।

এদিকে বাজারে যখন পেঁয়াজের দাম আকাশচুম্বী তখন বৃষ্টির কারণে মাছের একটু কমেছে। সবচেয়ে বেশি কমেছে চিংড়ি মাছের দাম। এছাড়া রুই, কাতলা, পাঙাশ, পাবদা মাছের দামও একটু কমেছে।

জোড়াকল বাজারের মাছ বিক্রেতা মিরাজ জানান, গত কাল চিংড়ি বিক্রি হয় ৬০০-৭০০ টাকায়। আজ সে মাছ ৫৮০ টাকায় নেমে এসেছে। এছাড়া রুই কাতলার দাম কেজি প্রতি একশত টাকা কমে ১৬০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের দামও কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত কমেছে।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।