২০ বছর পর রাজবাড়ীতে ১৩ ইউনিটের কমিটি দিলো ছাত্রদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৫৫ এএম, ১৭ জুন ২০২৩

রাজবাড়ীর পাঁচ উপ‌জেলা, তিন পৌরসভা ও পাঁচটি ক‌লেজসহ ১৩ ইউনি‌টের আং‌শিক ক‌মি‌টি অনু‌মোদন দি‌য়ে‌ছে জেলা ছাত্রদল।

শুক্রবার (১৬ জুন) রা‌তে রাজবাড়ী ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্যস‌চিব শা‌হিনুর রহমান শাহি‌ন সই করা প্যাডে এ কমিটির অনু‌মোদন দেওয়া হয়।

রাজবাড়ী সদরে সোহেল প্রামা‌ণিক‌কে সভাপ‌তি ও প্যারিস হো‌সেন‌কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য, পৌর শাখায় শ‌রিফুল ইসলাম র‌বিন‌কে সভাপ‌তি ও সা‌মি জুবা‌য়ের‌কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য, রাজবাড়ী সরকারি ক‌লেজ শাখায় টোকন মণ্ডল‌কে সভাপ‌তি ও রু‌বেল মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য, গোয়ালন্দ উপ‌জেলায় রেজাউল হাসান মিঠু‌কে সভাপ‌তি ও সবুজ সরদার‌কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য, পৌর শাখায় আজিজ ইসলাম‌কে সভাপ‌তি ও মুক্তার মাহমুদ‌কে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য, গোয়া‌লন্দ কামরুল ইসলাম ক‌লেজ শাখায় রা‌কিবুল ইসলাম র‌কি‌কে সভাপ‌তি ও অর্ক আহ‌ম্মেদ মুক্তার‌কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য, কালুখালী উপ‌জেলায় জামাল খান‌কে সভাপতি ও আহাদুজ্জামান সূর্যকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য, কালুখালী সরকারি ক‌লেজ শাখায় ইমন খন্দকার‌কে সভাপ‌তি ও আসিফ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য, পাংশা উপ‌জেলায় শামীম আহ‌ম্মেদ রু‌বেল‌কে সভাপ‌তি ও শ‌রিফুল ইসলাম‌কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য, পৌর শাখায় রা‌শেদুল ইসলাম‌কে সভাপ‌তি ও শিপন ইসলাম‌কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য, পাংশা সরকারি ক‌লেজ শাখায় জহুরুল ইসলাম‌কে সভাপ‌তি ও আমিরুল ইসলাম‌কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য, বা‌লিয়াকা‌ন্দী উপ‌জেলায় নাজমুল হো‌সেন‌কে সভাপ‌তি ও রা‌কিব বিল্লাহকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য এবং বা‌লিয়াকা‌ন্দী সরকারি ক‌লেজ শাখায় রাহাত শেখ‌কে সভাপ‌তি ও না‌হিদ‌ হাসান‌কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবি‌শিষ্ট আং‌শিক কমি‌টির অনুমোদন দি‌য়ে‌ছে জেলা শাখা।

ক‌মি‌টি‌গুলোকে আগামী তিন সপ্তা‌হের ম‌ধ্যে পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন ক‌রে জেলা ক‌মি‌টি বরাবর জমা দেওয়ার নি‌র্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ী ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ব‌লেন, দীর্ঘ ২০ বছর পর একযো‌গে রাজবাড়ীর ১৩‌টি ইউনিটে ছাত্রদ‌লের আং‌শিক ক‌মি‌টি দেওয়া হ‌লো। আগামী‌ দি‌নের সব আন্দোলন-সংগ্রা‌মে রাজবাড়ী জেলা ছাত্রদলের সব ইউনিট‌ রাজপ‌থে থাক‌বে।

রুবেলুর রহমান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।