পশুপালনে সফল হওয়ার স্বপ্ন অপুর

রুবেলুর রহমান
রুবেলুর রহমান রুবেলুর রহমান , জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৭ জুন ২০২৩

সামছুল সালেহীন অপু। রাজবাড়ী সদর উপজেলার বানিবহের মাধতলায় প্রায় সাড়ে ৩ বিঘা জমিতে গড়ে তুলেছেন ‘অপু এগ্রো ফার্ম’ নামের একটি খামার। যেখানে তিনি কোরবানি উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করছেন বেশ কিছু গরু-ছাগল। তরুণ এই খামারির খামারে রয়েছে ৫ থেকে ৯ মণ ওজনের ৫টি ষাড় গরু ও ১৫ থেকে ২৫ কেজি ওজনের ৭টি ছাগল। প্রতিটি পশুকে দানাদার খাবারের পাশাপাশি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে বলে দাবি খামার মালিকের।

এবারই প্রথমবারের মতো তিনি পশুপালন করছেন। পশুপালনের পাশাপাশি তিনি ৬টি পুকুরে মাছের চাষ করছেন। পশু বিক্রির প্রথম চালান লাভজনক হলে খামারের পরিসর বাড়ানোর আশা তার।

তরুণ খামারি সামছুল সালেহীন অপু রাজবাড়ী পৌরসভার চরলক্ষ্মীপুরের মৃত আব্দুর রশিদ সরদারের ছেলে।

অপুর খামার পরিচর্যাকারী আরিফুল ইসলাম বলেন, খড়, ঘাসসহ দেশি খাবার খাইয়ে কোরবানি উপলক্ষে ৫টি গরু প্রস্তুত করা হয়েছে। গরুগুলো দেখতেও বেশ সুন্দর। মালিকের আশা গরুগুলো বিক্রি হলে সামনে আরও বড় কিছু করবেন।

jagonews24

খামারি সামছুল সালেহীন অপু বলেন, তিনি সবসময় স্বপ্ন দেখতেন নিজে কিছু করবেন। যেখানে অন্যদের কর্মসংস্থানের সুযোগ হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে উৎসাহিত করেন তার প্রবাসী মামা হাবিবুর রহমান মিলন। তার উৎসাহে বানিবহের মাধবতলায় সাড়ে ৩ বিঘা জমির ওপর একটি পশুপালনের শেড করে পরীক্ষামূলকভাবে ৫টি গরু ও ৭টি ছাগল পালন এবং কয়েকটি পুকুরে মাছচাষ শুরু করেন। এ পেশায় তিনি একেবারেই নতুন। তারপরও স্বপ্ন বুনছেন সামনে এগিয়ে যাওয়ার।

তিনি বলেন, আল্লাহর রহমতে গরুগুলো বেশ সুস্থ-সবল ও দেখতে আকর্ষণীয় হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে এগুলো লালন পালন করেছেন। কোনো ধরনের ওষুধ খাওয়াননি। এরইমধ্যে ২টি গরু ও ৩টি ছাগল বিক্রি হয়েছে। আশা করছেন ঈদের আগেই সবগুলো পশু বিক্রি হয়ে যাবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তার বড় খামারি হওয়ার ইচ্ছা রয়েছে। তাই প্রথম চালানে সফল হলে ঈদের পর পশুপালনের শেড বাড়িয়ে বৃহৎ আকারে শুরু করবেন। পাশপাশি মাছচাষও করবেন। এ বিষয়ে প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি অফিসের সহযোগিতা পাচ্ছেন। বর্তমানে তার খামারে সবসময় দুইজন লোক কাজ করেন।

রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, তরুণ খামারিদের উৎসাহিত করতে খামার পরিদর্শন করে পরমার্শ দিচ্ছেন। এছাড়া খামারিদের প্রশিক্ষণের পাশাপাশি পশু বিক্রির জন্য অনলাইন প্লাটফর্ম চালু এবং টাকা লেনদেনের জন্য কয়েকটি ব্যাংকে হিসাব খোলার ব্যবস্থা করেছেন। এছাড়া লাইভ ওয়েটের ব্যবস্থা রয়েছে।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।