আজও রাজবাড়ীর সব রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৮ জুন ২০২৩

মালিক সমিতির বিরোধের জেরে আজও বন্ধ রয়েছে রাজবাড়ী থেকে ঢাকাসহ সব রুটের বাস চলাচল। রোববার (১৮ জুন) সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি মালিকপক্ষ।

জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক লিটন জানান, ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আলোচনা চলছে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন: রাজবাড়ী থেকে ফের ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ

এদিকে রাজবাড়ী থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরসহ বেশ কয়েকটি রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফলে বেশি ভাড়া দিয়ে অটোরিকশা, মাহিন্দ্রায় করে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে।

সুমাইয়া আক্তার নামের এক যাত্রী বলেন, দুই বছরের শিশুকে নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে বের হই। শহরে এসে দেখি বাস চলাচল বন্ধ। ফলে মাহিন্দ্রায় করে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত যাচ্ছি। বাস মালিকদের ঝামেলার কারণে আমরা ভোগান্তিতে পড়েছি।

এর আগে বাস মালিকদের দ্বন্দ্বে ১৫ জুন থেকে রাজবাড়ী থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ১৭ জুন ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করা হলেও জেলা প্রশাসকের আশ্বাসে সেটি প্রত্যাহার করা হয়। শনিবার সকাল থেকে বাস চলাচল শুরু হলেও দুপুর থেকে ফের বন্ধ হয়ে যায়। এরপর কয়েক দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্ত নিতে পারে বাস মালিক সমিতি।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।