গরুতে বীজতলা নষ্ট করা নিয়ে দ্বন্দ্বে কৃষককে পিটিয়ে হত্যা
ময়মনসিংহের তারাকান্দায় গরুতে বীজতলা নষ্ট করার জেরে মারামারিতে সুরুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
মঙ্গলবার (৪ জুলাই) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের মারুয়াকান্দি গ্রামের মুন্সিপাড়া এলাকায় সুরুজ আলীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারুয়াকান্দি গ্রামের মুন্সিপাড়ার সুরুজ আলীর ধানের বীজতলা নষ্ট করে একই এলাকার আব্দুর রশিদের গরু। এ নিয়ে দুই পক্ষের মারামারি হয়। এ সময় জমির মালিক সুরুজ আলীকে পিটিয়ে গুরুতর আহত করেন আব্দুর রশিদ ও তার লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সুরুজ মারা যান।
মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
মঞ্জুরুল ইসলাম/এএএইচ