খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির বস্তায় ২৩ কেজি চাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৩ আগস্ট ২০২৩

ময়মনসিংহের মুক্তাগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চালের বস্তায় ২৩ কেজি চাল দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। পরে ৩০ কেজির বস্তার কোনোটিতেই ২৮ কেজির বেশি চাল পাওয়া যায়নি।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ৭ নম্বর ঘোগা ইনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার ডিলার মো. মিরাজ উদ্দিন ৫১৭ জন কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করেন। এ সময় ৩০ কেজি ওজনের চালের বস্তার প্রতিটিতে ওজনে কম দেওয়ার অভিযোগ করেন সুবিধাভোগীরা।

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তিনজন ইউপি সদস্যের উপস্থিতিতে চাল ওজন করে কম দেখতে পান। পরে স্থানীয়দের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।

এ সময় ৩০ কেজি ওজনের চালের বস্তা মেপে দেখা যায়, একটিরও ওজন ঠিক নেই। কোনোটি সাড়ে ২৩ কেজি, কোনোটি ২৫ কেজি এবং সর্বোচ্চ সাড়ে ২৮ কেজি ওজনের বস্তা পাওয়া যায়। কিন্তু ততক্ষণে অধিকাংশ চাল বিতরণ হয়ে গেছে। পরে যেসব সুবিধাভোগী অবশিষ্ট ছিলেন তাদেরকে বস্তা ওজন দিয়ে কম থাকা চাল অন্য বস্তা খুলে পূরণ করে দেওয়া হয়।

চাল বিতরণের দায়িত্বে থাকা ডিলারের ম্যানেজার সবুজ মিয়া জানান, তারা এলএসডি গুদাম থেকে নিয়মানুযায়ী চালের বস্তা নিয়ে এসেছেন। এখন দেখছেন বস্তায় ওজন ঘাটতি রয়েছে।

সবুজ দাবি করেন, খাদ্যগুদাম থেকে তাদেরকে এমন কম দেওয়া হয়েছে। তাদেরকে ওই বস্তা আনতে বাধ্য করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী গুদামে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন, ডিলারদেরকেতো ওজন দিয়ে চাল দেওয়া হয় না। তারা সেখান থেকে আনার সময় সঠিকভাবে দেখে যার যার পরিমাণ বুঝে নেন। কাজেই কম দেওয়ার বিষয়টির জন্য ডিলারই দায়ী। সব দেখে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়টির সত্যতা মিলেছে। কাজেই সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে একই দিন উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৪০ কেজি চাল পাচারের সময় আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সেই চাল হতদরিদ্র ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।