দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, আমিও বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমার সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে মানুষ জানতো কেন বেড়েছে। আর যখন কমা উচিত ছিল তখন কমেছে। তখন মানুষের আস্থা ছিল। এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

বিশ্ব বাজারের উদাহরণ টেনে জিএম কাদের বলেন, বিশ্ব বাজারে যেকোনো জায়গার চেয়ে আমাদের দেশে দাম অনেক বেশি। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলেছিলাম। তারা দেউলিয়া হয়ে গিয়েছিল। তবুও তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে আছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমাদের তুলনায় অনেক কম।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সরকার এক ধরনের নির্বাচন করতে চায়, সরকারের বিপক্ষ অন্যভাবে নির্বাচন চায়। নির্বাচন সঠিক সময় হবে কি না তা নিয়েও মানুষের মধ্যে আশঙ্কা আছে। কাজেই এখনই কোনো সিদ্ধান্তে আমরা যেতে চাই না। ভবিষ্যতে অবস্থা বুঝে ব্যবস্থা নেবো।

জিতু কবীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।