নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে শ্বশুর, শাশুড়ি ও স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন রুপালী বেগম (২৫) নামে এক গৃহবধূ। বুধবার সকালে বালিয়াকান্দি থানা পুলিশ হাসপাতাল থেকে নিহত গৃহবধূর মরদেহটি উদ্ধার করে।
নিহত রুপালী বহরপুর ইউনিয়নের আরকান্দী এলাকার বাসীন্দা বক্কার শেখের স্ত্রী।
স্থানীয় এলাকাবসী সুত্রে জানা যায়, যৌতুকের দাবিতে গৃহবধূ রুপালীকে তার শ্বশুর, শাশুড়ি ও স্বামী মিলে বহুদিন যাবৎ নির্যাতন করে আসছিল। নির্যাতন সইতে না পেরে গত রাতে রুপালী বিষ পান করেন। এ সময় শশুরবাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। পরে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম পিপিএম এর সত্যতা নিশ্চত করে জানান, এ ঘটনায় রুপালীর শশুর, শাশুরী ও স্বামী পালাতক রয়েছে। মরদেহটিকে হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এফএ/আরআইপি