ময়মনসিংহে নিহত ৩

গলার অপারেশন শেষে বাড়ি ফেরার পথে সড়কে লাশ হলেন লাকি আক্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের একজন লাকি আক্তার (৩০) গলায় অপারেশন শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছেন দুর্ঘটনায় আহত শাহিন খান।

দুর্ঘটনায় নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজার এলাকার শফিকুল ইসলামের স্ত্রী লাকি আক্তার (৩০), একই এলাকার আমছর উদ্দিনের খানের ছেলে অটোরিকশাচালক মোস্তাকিম খান (২৭) ও একই জেলার মদনপুর উপজেলার আওলাদ হোসেনের মেয়ে সাখি আক্তার। নিহত সাখি আক্তার ও লাকি আক্তার সম্পর্কে মামাতো-ফুপাতো বোন বলে জানা গেছে।

আহত শাহিন খান (৩২) একই জেলার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজার এলাকার আব্দুল আজিজ খানের ছেলে। অপর আহত তিন বছরের শিশু হুমায়রা আক্তার। সে নিহত লাকি আক্তারের মেয়ে।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কথা হয় দুর্ঘটনায় আহত শাহিন খানের সঙ্গে। তিনি বলেন, ‘লাকি আক্তার আমার ফুপাতো বোন। তার গলায় টনসিলের সমস্যা ছিল। টনসিল অপারেশন করার জন্য কয়েকদিন আগে ময়মনসিংহের সদর উপজেলার চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনদিন আগে ওই হাসপাতালে গলার অপারেশন করানো হয়। অপারেশনের পর কিছুটা সুস্থ হলে আজ ছুটি দেয়। ছাড়পত্র নিয়ে সেখান থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলাম। পথে কাশিগঞ্জ বাজারে ঢোকার আগে একটি ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংর্ঘষের পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর বুঝতে পারি হাসপাতালে আছি।’

তিনি আরও জানান, নিহত লাকি আক্তারের মেয়ে হুমায়রার অবস্থাও গুরুতর। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এরআগে সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।