হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলো পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৭ ডিসেম্বর ২০২৩

কুমিল্লায় নিজ বাড়ি থেকে এক মাস আগে হারিয়ে যাওয়া রায়হান (১০) নামে এক শিশুকে ফিরে পেয়েছে তার পরিবার। নিখোঁজের এক মাস পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রায়হানকে তার পরিবারের কাছে তুলে দেন উপজেলা সমাজসেবা অধিদফতর ও প্রশাসনিক কর্মকর্তারা।

রায়হান কুমিল্লার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে।

জানা যায়, শিশু রায়হানকে চারদিন আগে নাভারণ রেলস্টেশন থেকে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পায়। পরে তাকে উদ্ধার করে সমাজসেবা অফিসারের কাছে হস্তান্তর করা হয়। সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম খোঁজ নিয়ে তার পরিবারকে খুঁজে পান। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রায়হানের পরিবার জানায়, গত এক মাস আগে হঠাৎ সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম মিজানুর রহমান।

জামাল হোসেন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।