বিদ্যুৎস্পৃষ্ট ছেলের চিৎকার, বাঁচাতে গিয়ে মারা গেলেন মা-মেয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শ্যামল (১৩) নামের আরেক ছেলে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার দিনেশের স্ত্রী অঞ্জলী রানী (৪৬) ও তার মেয়ে লক্ষ্মী রানী (২১)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনেশের ছেলে শ্যামল রাত ৯টার দিকে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধোয়ার জন্য যায়। সেখানে টিউবওয়েলের টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেয় সে। ছেলেকে বাঁচাতে ছুটে এসে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন মা অঞ্জলী রান। এমন সময় অঞ্জলী রানীর বড় মেয়ে লক্ষ্মী রানীও তাকে বাঁচাতে যান। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।