পল্লী বিদ্যুতের ৬ কোটি টাকা আত্মসাৎ : ৩ কর্মকর্তা বরখাস্ত


প্রকাশিত: ১১:১৭ এএম, ০৭ এপ্রিল ২০১৬
হাফিজ আহম্মেদ, রনজিৎ কুমার, তরিবুল্লা আকন

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের ঘটনায় আরো তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের আদেশক্রমে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ এ বহিষ্কার আদেশ দেন। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

পাশাপাশি ওই বোর্ডের অর্থ বিভাগের পরিচালক লুৎফর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক বিধান রঞ্জন বৈশ্য জানান, টাকা আত্মসাতের ঘটনায় বর্তমানে দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক (জিএম) হাফিজ আহম্মেদ, উপ-মহাব্যবস্থাপক(এজিএম) (অর্থ) রনজিৎ কুমার দেবনাথ ও হিসাবরক্ষক তরিবুল্লা আকনকে ৫ এপ্রিল থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। এর আগে অর্থ আত্মসাতের ঘটনায় কোষাধ্যক্ষ জায়েদা খানমকে ৩১ মার্চ সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, এর আগে ৪ এপ্রিল কোষাধ্যক্ষ্য জায়েদাকে আসামি করে সাময়িক বরখাস্তকৃত জিএম হাফিজ আহম্মেদ পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে সদর থানা পুলিশ মামলাটি দুদকে হস্তান্তর করেছে।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।