ভোমরায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পান জব্দ


প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে রাজস্ব ফাঁকির অভিযোগে ১১টি ট্রাক ভর্তি দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পান জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ৮টায় বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে পানগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, রাজস্ব ফাঁকি দিয়ে পানগুলো আমদানি করেছে সুমাইয়া এন্টারপ্রাইজ ও ছাড় করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ ও সুন্দরবন এন্টারপ্রাইজ।

বিজিবি-৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জাগো নিউজকে জানান, ভোমরা বন্দর এলাকার উপর দিয়ে ভারত থেকে ঢাকার উদ্দেশে নিয়ে পান যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় রাজস্ব ফাঁকি দিয়ে ১১টি ট্রাক ভর্তি ৬৬ দশমিক ৩ মেট্রিক টন পান জব্দ করা হয়। এতে ৬০ ভাগ অর্থাৎ সরকারের প্রায় ৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে। ট্রাকসহ জব্দকৃত পানের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

আকরামুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।