সাতক্ষীরা গণফোরামের সভাপতি আটক


প্রকাশিত: ১১:৫১ এএম, ০৯ এপ্রিল ২০১৬

সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি আবদুল্লাহ আল মামুনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের কদমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করতো। পরবর্তীতে জাতীয় পার্টি ও তারপর গণফোরামে যোগ দেয়। বর্তমানে তিনি গণফোরামের সভাপতির দায়িত্বপালন করছিলেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, দুই দিন আগে গ্রেফতারকৃত শিবির নেতা সাইফুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটক আবদুল্লাহ আল মামুন বিরুদ্ধে শিবির কর্মীদের সক্রিয় করার অভিযোগে রয়েছে।  

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।