রাজবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তার ১১ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

রাজবাড়ীতে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রি না করা এবং বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ সংরক্ষণ করার দায়ে একটি ওষুধ ফার্মেসিসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা যায়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউপির নিজাতপুর সিংঙা বাজারের ওয়াদুদ স্টোরকে দুই হাজার, একই অপরাধে সরদার স্টোরকে দুই হাজার ও প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার দায়ে মেসার্স জনসেবা মেডিকেল হলকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে কাজী রকিবুল হাসান জাগো নিউজকে জানান, নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা পুলিশ ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রুবেলুর রহমান/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।