যুদ্ধাপরাধীদের মতো ব্লগার হত্যাকারীদের নিশ্চিহ্ন করবে সরকার


প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৯ এপ্রিল ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার সব ব্লগার হত্যার বিচার এবং ব্লগার হত্যাকারীদেরকে যুদ্ধাপরাধীদের মতো নিশ্চিহ্ন করবে। মন্ত্রী শনিবার রাতে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসরাম বকুল পৌর মুক্তমঞ্চে সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন উপলক্ষে পাঁচ দিনব্যাপি চলচ্চিত্র উৎসবের ৪র্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাবনা জেলা প্রশাসন ও সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে বুধবার থেকে এ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। উৎসব চলবে রোববার পর্যন্ত।

জেলা প্রশাসক ও সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব-২০১৬ এর আহ্বায়ক রেখা রানী বালোর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের এমপি মো. মকবুল হোসেন, প্রখ্যাত অভিনেত্রী সুজাতা আজিম, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আমিনুল ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনোজ কুমার প্রামাণিক, সাংবাদিক সরোয়রা উল্লাস, সিফাত রহমান সনম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সভাপতি ও পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু ও সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সী মনিরুজ্জামা, এডিএম সালমা খাতুন, প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ প্রমুখ। পরে সুচিত্রা সেন অভিনিত ছবি হসপিটাল প্রদর্শন করা হয়। এর আগে সুচিত্রা সেনের অভিনয় শৈলী এবং পোশাক বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী আরো বলেন, পাবনায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটিকে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হবে। তিনি বলেন, এ সরকার একদিকে যেমন যুদ্ধাপরাধীদের বিচার করছে এবং অন্যদিকে সঠিক ইতিহাস এবং শিল্প সাহিত্য সংস্কৃতিকে সঠিক পথে চর্চার করার চেতনা বেগবান করছে। এরই ধারবাহিকতায় বাংলা চলচ্চিত্রের কালজয়ী মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িটি জামায়াতের জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করেছে। সম্প্রতি একজন ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় ওবামা প্রশাসন দুঃখ প্রকাশ করেছে। কিন্ত যুদ্ধাপরাধীদের বিচার করে ফাঁসি দেয়ায় তারা কোনো প্রশংসা করেনি। এই হলো বিশ্বের দ্বৈত নীতি।

তিনি ওবামাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যাই বলুন না কেন, সব ব্লগার হত্যার বিচার এবং ব্লগার হত্যাকারীদেরকে যুদ্ধাপরাধীদের মতো নিশ্চিহ্ন করা হবে।

মন্ত্রী বলেন, ১৯৭৫ এর পরে দেশের ইতিহাস খণ্ডিত করা হয়েছিল, সাহিত্য সংস্কৃতিকে ভিন্ন পথে পাঠানো হয়েছিল। সেখান থেকে আমরা ঘুড়ে দাঁড়িয়েছি। এখন একটা করে যুদ্ধাপরাধীদের বিচার এবং ফাঁসি কার্যকর করে রাজাকার মুক্ত, জঙ্গিবাদ মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে।

একে জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।