ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেল চাচার


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১০ এপ্রিল ২০১৬

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার পাটকেলঘাটার চৌগাছা গ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল সাদেক (৪৭) নিহত হয়েছেন। রোববার

সকাল সাড়ে ১০টার দিকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আব্দুল সাদেক চৌগাছা গ্রামের মৃত. শেখ মতিয়ার রহমানের ছেলে।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ভাতিজা শেখ শাহ আলমের সঙ্গে তার চাচা সাদেকের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার দুপুরে ভাইপো আলম তার চাচাকে লাঠি দিয়ে মারপিট করে। এতে তিনি মারাত্নক আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।