পাবনায় ৩ আ.লীগ প্রার্থীর ভোট বর্জন


প্রকাশিত: ১০:৩৫ এএম, ১২ এপ্রিল ২০১৬

পাবনা-১ আসনের এমপির বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন, ব্যাপক অনিয়ম ও ত্রুটিপূর্ণ ভোটার তালিকাসহ নানা অভিযোগ তুলে পাবনায় আ.লীগের ৩ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। মঙ্গলবার দুপুরে পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আর, আতাইকুলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনজন যথাক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশেদ আলী ভান্ডারী, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন মাস্টার ও যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম বাচ্চু তৃণমুলের ভোট বর্জন করেন।

সংবাদ সম্মেলনে ৩ চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে ওই তৃণমূলের ভোট করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান কোরবান আলী টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করেন। এছাড়া স্থানীয় এমপি এ্যাডভোকেট শামসুল হক টুকু কোরবান আলীর পক্ষে সরাসরি ভোট চান। ওই তৃণমূলের ভোটকে প্রহসন আখ্যা দিয়ে এই ৩ প্রার্থী ভোট বর্জন করে পুনরায় তৃণমূলের ভোটের দাবি জানান।

এসময় আরো বলা হয়, আর,আতাইকুলা ইউনিয়নের তৃণমুলের ভোটার তালিকায় ৬৫ ভোটারের মধ্যে কোরবান আলীর পরিবারের ভোটার ১৩ জন। এ ছাড়া নিয়ম ভঙ্গ করে সরকারি কর্মচারী বেড়া উপজেলার স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাবকে ভোটার করা হয়েছে। তিনি সোমবার কোরবানের পক্ষে ভোট দেন। আর, আতাইকুলা(রঘুনাথপুর-আতাইকুলা) ইউনিয়নে ডামি প্রার্থী হিসেবে কোরবান আলী বিশ্বাসের আপন শ্যালক আবুল কালাম আজাদকে দেখানো হয়।

আর,আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশেদ আলী ভান্ডারী ও মাহবুবুল আলম বাচ্চু বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর,আতাইকুলা ইউনিয়নে তৃণমুলের ভোটের নামে প্রহসন হয়েছে। পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু আচরণবিধি লঙ্ঘন করে কোরবান আলীর পক্ষে ভোট চান এবং ভোটারদের প্রভাবিত করেন।

পরে তাদের সমর্থক কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন করে এবং বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পাবনা ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।

এ ব্যাপারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। এতে অনেকেরই অনেক রকম অভিযোগ থাকতে পারে। এগুলো সাময়িক।   

তিনি আরো বলেন, তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি বা নিয়মের বাইরে কিছুই করেননি। তৃণমুলের গোপন ভোটে প্রার্থী বাছাই হয়েছে।

জামান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।