পুলিশ মেমোরিয়াল ডে

রাজবাড়ীতে নিহত ১৫ পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৯ মার্চ ২০২৪

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইনস স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রাজবাড়ী জেলা পুলিশ ও নিহত পুলিশ সদস্য পরিবারের সদস্যরা। পরে পুলিশ লাইনস ড্রিল শেডে নিহত পুলিশ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীতে নিহত ১৫ পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ (পিপিএম)।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কোর্ট ইন্সপেক্টর মমিনুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শেখ মনিরুজ্জামান খানসহ সকল থানার ওসি ও নিহত পুলিশ পরিবারের সদস্যরা।

রাজবাড়ীতে নিহত ১৫ পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা

পুলিশ জানায়, অনুষ্ঠানে নিহত পুলিশ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। এসময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে কর্তব্যরত অবস্থায় নিহত ১৫টি পুলিশ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার দিয়ে সম্মাননা জানায় জেলা পুলিশ।

রুবেলুর রহমান/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।