রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে সোহাগ (১৯) ও রাজন (১৭) নামে দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলীপুরের শান্তিনগর এলাকায় কামালদিয়া-আলীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া গ্রামের আব্দুর রবের ছেলে সোহাগ ও লাল মিয়ার ছেলে রাজন শেখ।
আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এত ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রুবেলুর রহমান/এফএ/এএসএম