সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৪ এপ্রিল ২০১৬

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাটকেলঘাটার থানার যুগিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু শোভা ও নাঈম আপন চাচাতো ভাইবোন।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম তরিকুল ইসলাম জাগো নিউজকে জানান, যমজ ভাই শরিফুল ইসলামের মেয়ে শোভা (৫) ও সাইফুল ইসলামের ছেলে নাঈম (৪) বাড়িতে এক সঙ্গে খেলা করছিল। এ সময় সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে একজন পড়ে গেলে অন্যজনও পুকুরে লাফিয়ে পড়ে। এ সময় দুইজনই মারা যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরবর্তীতে পুকুরের মধ্যে তাদের মরদেহ দেখতে পায়। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।